fbpx

বাইডেনের অভিষেকের আগে হামলার পরিকল্পনা!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবার আগে ট্রাম্প সমর্থক ও উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলো দেশজুড়ে ‘সশস্ত্র বিক্ষোভ’ করতে পারে এমন তথ্য রয়েছে দেশটির তদন্ত সংস্থা এফবিআই এর কাছে।

ধারণা করা হচ্ছে আগামী ২০ জানুয়ারি জো বাইডেনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগেই ওয়াশিংটন ডিসিসহ ৫০টি রাজ্যে সবগুলোর রাজধানীতে সমাবেশ করার পরিকল্পনা করছে কট্টরপন্থীরা।

ট্রাম্প সমর্থিত উগ্রপন্থীরা অনলাইন নেটওয়ার্কগুলোতে বিক্ষোভের একাধিক তারিখ ঘোষণা করেছে।

তার একটিতে বলা হয়েছে, আগামী ১৭ জানুয়ারি আমেরিকার বিভিন্ন শহরে ‘সশস্ত্র বিক্ষোভের’ ডাক দেওয়া হয়েছে। এ ছাড়া ২০ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে একটি পদযাত্রা হবে।

ওয়াশিংটনে ক্যাপিটল ভবনে ট্রাম্প-সমর্থকদের হামলার পর থেকেই জো বাইডেনের শপথ গ্রহণকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে ৬ জানুয়ারি হামলার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে সোমবার অভিশংসন প্রস্তাব এনেছেন ডেমোক্র্যাটরা। ‘বিদ্রোহ উসকানির’ অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে এই প্রস্তাব আনা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply