fbpx

বাইডেনের সাফ কথা ‘চুক্তি মানতে হবে’ ইরানকে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেন জানান, যতক্ষণ ইরান পারমাণবিক চুক্তির শর্ত না মানবে, ততক্ষণ দেশটির ওপর মার্কিন নিষেধাজ্ঞাও বহাল থাকবে।

রবিবার, মার্কিন টেলিভিশন সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন জো বাইডেন। এর আগে, এক টুইটার বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, তেহেরানকে ২০১৫ সালের চুক্তিতে ফেরাতে দেশটির ওপর থেকে সব অর্থনেতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে ওয়াশিংটনকে।

খামেনির প্রস্তাবের পরেই পাল্টা শর্ত জুড়ে দেন প্রেসিডেন্ট বাইডেন।

দুই পক্ষের সমঝোতায় কি ইরানকে প্রথমে ইউরেনিয়ামসমৃদ্ধ করা বন্ধ করতে হবে? সিবিএসের সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে বাইডেন সাফ জানিয়ে দেন ‌’হ্যাঁ’।

২০১৫ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনের সাথে পারমাণবিক চুক্তি করে ইরান। তবে ২০১৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এরপর থেকেই ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। পাল্টা পদক্ষেপে দফায় দফায় চুক্তির শর্ত ভেঙে যাচ্ছে ইরান।

Advertisement
Share.

Leave A Reply