fbpx

বাইডেন-ম্যাক্রোর বৈঠক আগামী মাসে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আগামী মাসে বৈঠকে বসতে যাচ্ছেন। ত্রিদেশীয় নিরাপত্তা চুক্তি নিয়ে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই দুই দেশের শীর্ষ নেতা আলোচনায় বসতে রাজি হয়েছেন।

বুধবার, দুই নেতার ফোনালাপের পর যৌথ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ মাধ্যম আলজাজিরা এ খবর দিয়েছে।

সব কিছু ঠিক থাকলে অক্টোবরের শেষ দিকে মুখোমুখি বসবেন দুই নেতা। সম্প্রতি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার নিরাপত্তা জোট গঠন নিয়ে দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে। এই আলোচনায় এসব বিষয় গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।

সেই সাথে যুক্তরাষ্ট্র থেকে ফরাসি রাষ্ট্রদূত প্রত্যাহার নিয়ে গরম বাতাস বইছে। দুই নেতার আলোচনায় তারও অবসান হবে বলেই আশা করছে ওয়াশিংটন ও প্যারিস।

 

Advertisement
Share.

Leave A Reply