fbpx

বাইডেন-শি বৈঠক, কী থাকতে পারে আলোচনায়!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সোমবার ভার্চুয়াল বৈঠক করার কথা রয়েছে। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই বৈঠক হতে যাচ্ছে।

গেল সপ্তাহেই, জলবায়ু সহযোগিতা বিষয়ে এক সাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিদ্বন্দী দুই দেশ চীন-যুক্তরাষ্ট্র। আগামী দশকজুড়ে জলবায়ু সহযোগিতা বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে দেশ দুটি। স্কটল্যান্ডের গ্লাসগোতে কপ-২৬ সম্মেলনে একেবারে অবাক করে দিয়েই এই ঘোষণা আসে।

তবে তাইওয়ানের ওপর চীনের সামরিক সংঘর্ষ ক্রমবর্ধমান উদ্বেগ, দুই দেশের মধ্যে মত পার্থক্যে আবারও তীব্র অস্বস্তিতে ফেলে দিয়েছে।

দুই দেশের শীর্ষ নেতার তৃতীয়বারের মতো এই বৈঠকে এসব বিষয় আলোচনায় গুরুত্ব পাবে বলে ধারণা করা যাচ্ছে।

হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, সাইবার নিরাপত্তা, বাণিজ্য ও পারমানবিক অস্ত্র নিরসন বিষয়ও থাকবে আলোচনায়। দুই নেতা দায়িত্বশীলভাবে সহযোগিতা পরিচালানা করার উপায় নিয়ে আলোচনা করবেন।

Advertisement
Share.

Leave A Reply