fbpx

বাজারে একশ লিচু বিক্রি হচ্ছে ৬০০ টাকায়!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ষড়ঋতুর এই দেশে গ্রীষ্মকালে আম, জাম, কাঁঠাল, লিচুসহ নানা ধরনের মোসুমী ফলে বাজার মৌ মৌ করতে থাকে। বৈশাখ প্রায় শেষের দিকে, আসছে জ্যৈষ্ঠ মাস। গাছে গাছে ফল পাকাও এরই মাঝে শুরু হয়েছে।

তবে এরই মাঝে বাজারে লিচু, আমের দেখা মিলেছে। কিন্ত দেখা মিললেও দামের দিক থেকে তা ধরা ছোঁয়ার বাইরে।

রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, একশ লিচু বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকা দরে। আর পাকা আম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকা কেজি দরে।

রাজধানীর রামপুরা, মালিবাগ ও বাড্ডা এলাকার কাঁচাবাজারে গিয়ে দেখা গেছে, সেখানে সোনারগাঁয়ের লিচু পাওয়া যাচ্ছে। অন্য এলাকার লিচুর চাইতে সোনারগাঁয়ের লিচু অনেক ভালো। তবে এর জন্য দামও বেশ দিতে হচ্ছে। একশ লিচু বিক্রি হচ্ছে ৬শ থেকে সাড়ে ৬শ টাকা দরে।

বিক্রেতারা বলছেন, এখনো বাজারে পুরোদমে লিচু আসা শুরু করে নি। তাই বেশি দামে এখন বিক্রি হচ্ছে। বর্তমানে সোনারগাঁয়ের লিচু পাওয়া যাচ্ছে। যার একশ পিস পাওয়া যাচ্ছে ৬০০ টাকায়। অর্থাৎ প্রতিপিস লিচুর দাম ৬ টাকা!

তবে এবার লিচুর ফলন ভালো হওয়ায় ক্রেতারা সহনীয় দামের মধ্যে লিচু কিনতে পারবেন বলে জানান বিক্রেতারা।

রাজধানীর বাজারগুলোতে পাকা আমও বিক্রি হচ্ছে। ১৫০ থেকে ২০০ টাকা কেজিতে বাজারে আমের দেখা মিলছে।

বিক্রেতারা জানান, এক সপ্তাহ ধরে আম বিক্রি হয়েছে ২৫০ টাকা ৩০০ টাকা কেজিতে। এখন বিক্রি হচ্ছে দেড়শ থেকে ২শ টাকায়। সামনে আরও কমতে পারে বলেও জানান তারা।

Advertisement
Share.

Leave A Reply