fbpx

বাতিলের তালিকায় ২১০টি অনিয়মিত পত্রিকা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের অনিয়মিত ২১০টি সংবাদপত্র বাতিলের তালিকায় রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘এই পত্রিকাগুলো মাঝে মাঝে ছাপা হয়। কোথা থেকে ছাপে কেউ জানে না। এই পত্রিকাগুলো আমি বন্ধ করার উদ্যোগ নিয়েছি।’

আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন ভাবনা দ্বি-বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন মন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, ‘কেউ গণমাধ্যমকে নিজের স্বার্থে ব্যবহার করছে। কেউ ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করছে। আবার অনেকে আছে, নিজেই মালিক, সম্পাদক, রিপোর্টার।’

তিনি আরও বলেন, ‘যেগুলো ভালো গণমাধ্যম তারা এখন চ্যালেঞ্জের মুখে রয়েছে। সেগুলো ব্যবসায়িক স্বার্থে পরিচালিত হয় না, রাষ্ট্রের ও জনগণের স্বার্থে পরিচালিত হয়।’

সাধারণ এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুসহ সংশ্লিষ্ট অনেকে।

এর আগে, গত ১৪ সেপ্টেম্বর তথ্যমন্ত্রী জানিয়েছিলেন, দেশে প্রায় ৪০০টি পত্রিকা অনিয়মিত প্রকাশ হচ্ছে। এগুলো ভূতুড়ে পত্রিকা।

Advertisement
Share.

Leave A Reply