fbpx

বান্দরবানে আবারো ভাল্লুকের আক্রমণ, আহত এক বৃদ্ধ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চট্টগ্রামের বান্দরবানের দুর্গম পাহাড়ে ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত হয়েছেন এক বৃদ্ধ। সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে তাকে চট্টগ্রামে নেয়া হয়েছে। ১৬ দিন আগেও এখানে কালো ভাল্লুকের আক্রমণের ঘটনা ঘটে।

রবিবার (১৪ মার্চ) ৬৬ বছর বয়সী বৃদ্ধকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

স্থানীয় ও সেনাবাহিনী সূত্র থেকে জানা গেছে, পানি আনতে ও মাছ ধরতে পাহাড়ে গেলে সেখানে হঠাৎ করে বৃদ্ধের উপর হামলা করে ভাল্লুক। সেখান থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা। পরে হেলিকপ্টারে করে চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়ে সেখানে তার পূর্ণ চিকিৎসার ব্যবস্থা করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বৃদ্ধের অবস্থা এখন আশঙ্কামুক্ত। তবে, ভাল্লুকের হামলায় তার শরীরের বেশিরভাগ অংশ ক্ষতবিক্ষত হয়েছে।

বান্দরবানের এই দুর্গম পাহাড়ি এলাকায় এশিয়ান প্রজাতির কালো ভাল্লুকের প্রভাবে প্রায়শই আক্রমণের ঘটনা ঘটে। মাত্র ১৬ দিন আগেও একই স্থানে কালো ভাল্লুকের আক্রমণে আরও তিনজন আহত হন।

Advertisement
Share.

Leave A Reply