fbpx

বাবা-মায়ের কবরের পাশে সমাহিত হলেন তারেক শামসুর রেহমান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পিরোজপুরে মা-বাবা কবরের পাশে সমাহিত করা হলো দেশের বরেণ্য লেখক, বিখ্যাত কলামিস্ট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক তারেক শামসুর রেহমানকে।

সোমবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় জেলা শহরের পুরাতন ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁকে পৌর কবরস্থানে দাফন করা হয়।

তার ভাই খালিদ শহিদুর রহমান মিঠু বলেন, ভাইয়ের স্ত্রী-সন্তানের ইচ্ছা ছিল ঢাকায় দাফন করার। কিন্তু ভাইয়ের ইচ্ছা ছিল মা-বাবার পাশে যেন তাকে দাফন করা হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী লাশ ঢাকা থেকে পিরোজপুরে এনে দাফন করা হয়।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উত্তরায় নিজের ফ্ল্যাটে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ  সাড়ে ১১টার দিকে দরজা ভেঙে ভেতরে ঢোকে। সেখানে বাথরুমের পাশে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

তিনি ওই বাসায় একাই থাকতেন। তাঁর স্ত্রী ও সন্তান দেশের বাইরে থাকেন।

তারেক শামসুর রেহমান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য ছিলেন। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন।

আন্তর্জাতিক রাজনীতি, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও বৈদেশিক নীতি এবং তুলনামূলক রাজনীতি নিয়ে তিনি একাধিক বই লিখেছেন।

শিক্ষকতার পাশাপাশি ড. রেহমান নিয়মিত কলাম লিখতেন।

Advertisement
Share.

Leave A Reply