fbpx

বালি দ্বীপ কেঁপে উঠল ভূমিকম্পে, মৃত্যু ৩!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার বালি দ্বীপ। এতে তিন বছরের এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে।

দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা জানায়, আজ শনিবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় ভোরে বালি দ্বীপের বানজার ওয়াংসিয়ানে আঘাত হানে ভূমিকম্প।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য মতে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৮। এর উৎপত্তিস্থল ছিল বালির বন্দর শহর সিংগারাজা থেকে ৬২ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলে। যার গভীরতা ছিল ১০ কিলোমিটার। দ্বীপটির পূর্বদিকের কারাঙ্গাসেম ও বাংলি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে এই ভুমিকম্পে।

উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের পর আফটার শক অনুভূত হয় বেশ কয়েকবার। এর ফলে, আতঙ্কিত লোকজন তাদের বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়িঘর। ধ্বংস্তূপে চাপা পড়া গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানায় তারা।

Advertisement
Share.

Leave A Reply