fbpx

বাসায় ফিরেছেন আলমগীর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাকে জয় করে অবশেষে গতকাল(৫ মে) নিজের বাসায় ফিরেছেন অভিনেতা আলমগীর। ১৭ দিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আলমগীরের করোনার সংক্রমণ প্রসঙ্গে রুনা লায়লা জানান, করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার আগের দিন থেকে আলমগীর তার খুসখুসে কাশির কথা বলছিলেন। তাই দুজনেই তাদের মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ের বাড়িতে করোনার পরীক্ষা করান। ১৮ এপ্রিল রিপোর্ট পাওয়ার পর জানতে পারেন আলমগীর করোনা পজিটিভ। তবে রুনা লায়লার করোনা নেগেটিভ আসে।

রুনা লায়লা বলেন, ‘করোনা পজিটিভ হওয়ার পর আমরা ভাবলাম, বাড়িতে রেখে চিকিৎসাসেবা দেওয়ার চেয়ে হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে আলমগীর সাহেবকে রাখা গেলে ভালো হয়। তারপর কয়েকটি হাসপাতালে যোগাযোগ করে একটি হাসপাতালে চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়।’

হাসপাতালে সবার অনেক সহযোগীতা পেয়েছেন জানিয়ে আলমগীর বলেন, ‘সার্বিকভাবে হাসপাতালের চিকিৎসাসেবা, চিকিৎসক, নার্স থেকে শুরু করে সবার আন্তরিকতা ছিল এককথায় অসাধারণ। হোমলি এনভায়রনমেন্টে ছিলাম। আজ সকালে চিকিৎসক এসে জানালেন, আপনি তো পুরোপুরি সুস্থ। এখন বাসায় যেতে পারবেন। বাসায় গিয়ে আমাকে প্রথম কয়েক দিন সাবধানতা মেনে চলার পরামর্শ দিয়েছেন। বাড়ি ফেরার অনুমতি পেয়ে খুব ভালো লাগছে।’

সংক্রমণের আগে আলমগীর এবং রুনা লায়লা করোনার দ্বিতীয় টিকা গ্রহণ করেন রাজধানীর ন্যাশনাল ইনস্টিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে। একইদিনে তাদের তিন সন্তানও টিকা গ্রহণ করেন।

Advertisement
Share.

Leave A Reply