fbpx

বাস ধর্মঘট চলছে সিরাজগঞ্জে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের জের ধরে আজ দ্বিতীয় দিনের মতো সিরাজগঞ্জের সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বুধবার (৩ মার্চ) সকাল থেকেই জেলার পৌর বাস টার্মিনাল ও বাস কাউন্টার থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালন করা হচ্ছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বাস-সিএনজি চালিত বাহনের শ্রমিকদের মধ্যে।

জানা গেছে, বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে গতকাল থেকে সিরাজগঞ্জে রাজশাহীগামী বাস চলাচল বন্ধ ছিল। কিন্তু মহাসড়কে সিএনজি চালিত যান ঠিকই চলছিল। এ নিয়ে গতকাল সিএনজি চালিত যান ও বাস চালকদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন।

সিরাজগঞ্জ বাস শ্রমিক ইউনিয়ন থেকে পাওয়া তথ্য অনুৃযায়ী, জেলা প্রশাসকের সাথে তারা আজ এ বিষয়ে আলোচনা করে ধর্মঘটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে, হামলার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস ধর্মঘট চলবে বলেও জানায় তারা।

Advertisement
Share.

Leave A Reply