fbpx

বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমে সম্পৃক্ত চালকদের প্রশিক্ষণ দিয়েছে ডিটিসিএ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী ২৬ তারিখে পরীক্ষামূলকভাবে ‘ঘাটারচর-গুলিস্তান-মতিঝিল হয়ে সাইনবোর্ড-কাঁচপুর ব্রীজ’ পর্যন্ত রুটে শুরু হতে যাওয়া বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমে সম্পৃক্ত চালক ও কাউন্টার ম্যানদেরকে প্রশিক্ষণ দিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের ডিটিসিএ এর সভাকক্ষে দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণের আয়োজন করা হয়। ডিটিসিএ’র নির্বাহী পরিচালক নীলিমা রহমান এই ওরিয়েন্টেশন প্রশিক্ষণের উদ্বোধন ও সমাপন করেন।

বাস চালক ও কাউন্টার ম্যান মিলিয়ে প্রশিক্ষণে মোট ৭০ জন অংশগ্রহণ করে। ৪টি সেশনে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম, গণপরিবহন ব্যবস্থাপনা ও দুর্ঘটনা রোধে করণীয়, ট্রাফিক সাইন, সিগন্যাল ও মার্কিং পরিচিতি এবং সড়ক পরিবহন সংক্রান্ত আইন, নীতিমালা ও বিধি-বিধান সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ধারণা দেওয়া হয়। এছাড়াও ২২ জন কাউন্টারম্যানকে আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে বিআরটিসি’র পক্ষ থেকে জানানো।

উক্ত প্রশিক্ষণে বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম সশরীরে উপস্থিত ছিলেন।

Advertisement
Share.

Leave A Reply