fbpx

বাহরাইনে করোনায় ৭০ বাংলাদেশির মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাহরাইনে এখন পর্যন্ত ৭০ জন বাংলাদেশি মারা গেছেন। এর মাঝে কেবল মে মাসেই ৩২ জন মারা গেছেন।

এই পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাস বাহরাইনে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করার বিশেষ অনুরোধ জানিয়েছে।

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে,বাহরাইনে বর্তমানে প্রতিদিন হাজার হাজার নাগরিক ও প্রবাসী করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও বাড়ছে আশঙ্কাজনক  হারে।

বাহরাইন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা গেছে, সেখানে এ পর্যন্ত মোট ৭০ জন বাংলাদেশি করোনায় মারা গেছে। এর মধ্যে শুধু মে মাসেই ৩২ জন কর্মী মারা যান। এই অবস্থায় বাহরাইন সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি, কোভিড-১৯ পরিস্থিতিতে গৃহীত নির্দেশনাবলী কঠোরভাবে অনুসরণ করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

দেশটির সরকার শুরু থেকেই প্রবাসীদের করোনা ভাইরাসের টিকা বিনামূল্যে দিয়ে আসছে। সরকার বাহরাইনে বসবাসকারী সবাইকে টিকা গ্রহণের জন্য বিশেষ তাগিদ দিচ্ছেন। আর যারা টিকা নেয়নি তাদের ওপর অনেক বিধিনিষেধ আরোপ করেছে।

এই পরিস্থিতিতে সব বাংলাদেশি কর্মীকে টিকা নেওয়ার জন্য মানামায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিশেষ তাগিদ দিয়েছেন।

Advertisement
Share.

Leave A Reply