fbpx

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাহরাইনের বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।

দূতাবাস জানিয়েছে, শনিবার দেশটির স্থানীয় সময় ভোর তিনটার দিকে জাল্লাক বিচ থেকে রাজধানী মানামায় ফেরার সময় তিন বাংলাদেশিকে বহন করা প্রাইভেটকারটিকে ধাক্কা দেয় আরেকটি গাড়ি। সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান তিন বাংলাদেশি।

নিহত তিনজনের মধ্যে দুই জনের পরিচয় মিললেও বাকি একজনের পরিচয় জানা যায়নি।

নিহত দুইজন হলেন- শরীয়তপুরের জাজিরা উপজেলার সুজন মাতব্বর ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কে এম রুহুল রাব্বি। আর গুরুতর আহত মো. রুবেল চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি বাহরাইন মিলিটারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার করে সালমানিয়া হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাংলাদেশ দূতাবাস জরুরি ভিত্তিতে তিন বাংলাদেশির মরদেহ দেশে পাঠাতে সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

Advertisement
Share.

Leave A Reply