fbpx

বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আরেক দফায় বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। করোনা পরিস্থিতির কারণে আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠক হয়। এই বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

অন্যদিকে স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৭ অক্টোবর থেকে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয় খোলা যেতে পারে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় খোলার আগে কোন বিশ্ববিদ্যালয় থেকে কতজন শিক্ষক-শিক্ষার্থী টিকা নিয়েছেন,তার তথ্য ছক আকারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠাতে হবে। তার মধ্যে কতজন টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন, কতজন এক ডোজ নিয়েছেন, অবসান হলের কতজন শিক্ষার্থী টিকার আওতায় এসেছে এ সংক্রান্ত তথ্য ইউজিসিতে পাঠাতে হবে। এরপরই বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকে আরও বলা হয়, যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আছে, কিন্তু টিকা পাননি তাদের তথ্য পাঠাতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দেয়া হয়েছে। আর যাদের এনআইডি নাই তাদেরও তথ্য ইউজিসিতে পাঠাতে বলা হয়। গণটিকা চালুর আগে তাদের এনআইডি করে দ্রুত সময়ে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। এটা না হলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো  হয়।

Advertisement
Share.

Leave A Reply