fbpx

বাড়ি ফিরছেন মোল্লা, পেয়েছেন প্রায় দুই লাখ টাকা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রায় ৫ দশক ধরে এফডিসিতে অবস্থান করা সবার প্রিয় আব্দুল মান্নান ওরফে মোল্লা মামা অবশেষে ফিরছেন নিজের বাড়িতে। অসহায় এই মানুষটিকে সম্মানের সাথে বিদায় জানাতে ‘মোল্লা যাবে বাড়ি’-এই স্লোগান নিয়ে এফডিসিতে ৩ দিনের (২৯-৩১ জানুয়ারি) মুড়ি উৎসবের আয়োজন করে একদল তরুণ সাংবাদিক। উৎসব থেকে সংগ্রহ হয়েছে ১ লাখ ৮১ হাজার ৭০০ টাকা।

বাড়ি ফিরছেন মোল্লা, পেয়েছেন প্রায় দুই লাখ টাকা

‘ঝাল মুড়ি’ উৎসবে এসেছিলেন নায়ক জায়েদ খান। ছবি: বিবিএস বাংলা

মোল্লা মামা বিবিএস বাংলাকে বলেন, ‘টাকা নিয়ে তিনি একটি দোকান কর‍তে চান।’

আয়োজকদের একজন মাঝহার বাবু বিবিএস বাংলাকে বলেন, ‘আমরা চাই মোল্লা মামার বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ থানার মির্জাপুরে গিয়ে ওনাকে একটি দোকান করে দিতে। যাতে বাকি দিন উনি এই দোকান থেকেই উপার্জন করতে পারেন।’

মসজিদের খাদেম হিসেবে কাজ করার পাশাপাশি তিনি ঝাল মুড়ি বিক্রি করতেন। বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করতেও দেখা গেছে আব্দুল মান্নানকে।

বাড়ি ফিরছেন মোল্লা, পেয়েছেন প্রায় দুই লাখ টাকা

মোল্লা মামার চোখে বাড়ি ফেরার স্বপ্ন। ছবি: বিবিএস বাংলা

বয়সের ভারে এখন আর আগের মতো ঝাল মুড়ি বিক্রি করতে পারেন না মোল্লা মামা। এক হাত অবশ হয়ে গেছে, আরেক হাতেই চালিয়েছেন ঝাল মুড়ি বানানোর কাজ।

Advertisement
Share.

Leave A Reply