fbpx

বিএনপির সমাবেশে পুলিশের লাঠিপেটা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিএনপির সমাবেশ পণ্ড করে দিয়েছে পুলিশ।

১৩ ফেব্রুয়ারি শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত এ সমাবেশে অংশ নেয় দলটির কয়েক’শ নেতা-কর্মী।

সকাল থেকেই প্রেসক্লাব এলাকায় জলকামান ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বন্ধ করে দেয়া হয় প্রেসক্লাবের আশপাশের সড়ক।

বেলা ১২টার দিকে জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এর ঠিক পরপরই পুলিশ এসে সমাবেশকারীদের সড়ক থেকে তুলে দেয়ার চেষ্টা করে।

এসময় পুলিশের সঙ্গে বিএনপিকর্মীদের সংঘর্ষ বাঁধে। পুলিশ লাঠিপেটা করলে, বিএনপির নেতা কর্মীরা পাল্টা ইট ছোঁড়েন। কয়েকদফা সংঘর্ষের পর বিএনপির প্রায় ১৫ কর্মীকে আটক করে পুলিশ।

নেতাকর্মীদের উপর হামলার সময় তাদের বাঁচাতে গেলে ঢাকা দক্ষিণের সাবেক মেয়রপ্রার্থী এবং বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ইশরাক হোসেন আহত হন।

Advertisement
Share.

Leave A Reply