fbpx

বিএনপি জোট ছাড়ছে খেলাফত মজলিস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট ছেড়ে যাচ্ছেন ধর্মভিত্তিক দল খেলাফত মজলিস।

জানা গেছে, আজ ১ অক্টোবর (শুক্রবার) দলের কেন্দ্রীয় মজলিশে শুরার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে সিদ্ধান্তের আগে জোট ছাড়ার বিষয়ে কথা বলতে রাজি নন খেলাফত মজলিসের কেউ।

২০-দলীয় জোটের প্রধান শরিক দল বিএনপির কার্যকলাপে দীর্ঘদিন ধরে জোট নিষ্ক্রিয় থাকায় হতাশ খেলাফত মজলিশের নেতারা। এ ছাড়াও তারা মনে করছেন, বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের জোটে থাকা ইসলামি দলগুলোর ব্যাপারে খুব একটা আগ্রহী নন।

আজ (শুক্রবার) বাদ জুমা রাজধানীর পুরানা পল্টনের সীগাল রেস্টুরেন্টে খেলাফতের মজলিশে শুরার বৈঠক হবে। সারা দেশের সব জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মজলিশে শুরার প্রায় দুই শ সদস্যকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। দলের আমির মাওলানা মুহাম্মদ ইসহাক বৈঠকে সভাপতিত্ব করবেন। বিকেল চারটায় সেখানেই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

বর্তমানে ২০-দলীয় জোটে থাকা একমাত্র নিবন্ধিত ইসলামি দল হলো খেলাফত মজলিস। এর বাইরে যে ইসলামি দলগুলো এই জোটে ছিল তারা বেরিয়ে গেছে। এদের মধ্যে এর মধ্যে জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট (আবদুর রকিব) ও জমিয়তে উলামায়ে ইসলামের (মনসুরুল হাসান) আরেকটি অংশ ২০-দলীয় জোটে থাকলেও তাদের নিবন্ধন নেই।

তবে ধর্মভিত্তিক দলগুলোর জোট ছাড়ার বিষয়ে বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা বলছেন, ‘কিছু দল হতাশায়, কিছু দল চাপে পড়ে জোট ছাড়ছে। এভাবে কিছু দল যাবে, কিছু দল থাকবে। যারা থাকবে, তাদের নিয়েই কাজ করতে হবে।’

Advertisement
Share.

Leave A Reply