fbpx

বিকালে পরীক্ষায় বসতে যাচ্ছে ৪২তম বিসিএসের পরীক্ষার্থীরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪২তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। করোনার কারণে এবার শুধু রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত দুইঘন্টা ধরে ২০০ নম্বরের এ পরীক্ষায় অংশ নেবে শিক্ষার্থীরা।

তবে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)পরীক্ষার্থীদের দুপুর ১টা থেকে ২টা ২৫ মিনিটের মধ্যে আসন গ্রহণের নির্দেশ দিয়েছে।

এবারের পরীক্ষায় দুই হাজার সহকারী সার্জন (চিকিৎসক) নিয়োগ করা হবে। গত বছর নভেম্বর মাসে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। যেখানে ৩১ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করে।

এরই মধ্যে পরীক্ষা সুষ্ঠুভাবে নেয়ার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে পিএসসি। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহ্‌মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আসন বিন্যাস প্রকাশ করা হয়।

সেখানে বলা হয়, করোনার কারণে এবার প্রত্যেক পরীক্ষার্থীকে স্বাস্থ্যবিধি মেনে হলে ঢুকতে হবে। এছাড়া, পরীক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা মেনে চলতে হবে। এবারের পরীক্ষায় প্রতি বেঞ্চে একজন করে ‘জেড’ আকৃতিতে পরীক্ষার্থী বসানো হবে।

Advertisement
Share.

Leave A Reply