fbpx

বিকেল পৌনে চারটায় আল-জাজিরা বন্ধের রিটের শুনানি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সম্প্রচার বাংলাদেশে বন্ধের নির্দেশনা চেয়ে গতকাল সোমবার একটি রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এনামুল কবির ইমন। এই রিটের শুনানির সময় মঙ্গলবার বিকেল পৌনে চারটায় নির্ধারণ করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে রিটের শুনানির এই সময় নির্ধারণ করেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

আইনজীবী এনামুল কবির রিটের আবেদন সম্পর্কে সংবাদমাধ্যমকে জানান, বাংলাদেশে আল-জাজিরার সম্প্রচার বন্ধের আবেদন করা হয়েছে রিটটিতে। পাশাপাশি, ইউটিউব, ফেইসবুক ও টুইটার থেকে ‘অল দ্যা প্রাইম মিনিস্টারস মেন’ প্রতিবেদনটি অপসারণের নির্দেশও চাওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে আদালতের দৈনিক কার্যত্রম শুরু হলে বিষয়টির গুরুত্ব তুলে ধরে রিট আবেদনকারী আইনজীবী রিটের উপর আজই শুনানির আবেদন জানান। সেই আবেদনের প্রেক্ষিতেই হাইকোর্ট মঙ্গলবার শুনানির এই সময় ধার্য করেন।

Advertisement
Share.

Leave A Reply