fbpx

বিক্ষোভ দমনে তালাবান গোষ্ঠীর সহিংসতায় জাতিসংঘের নিন্দা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আফগানিস্তানে তালেবানবিরোধী বিক্ষোভ দমনে গোষ্ঠীটির সহিংস কার্যকলাপে নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

সংস্থাটি বলছে, গেল ১৫ আগস্ট কাবুল পতনের পর তালেবানবিরোধী বিক্ষোভে নিহত হয়েছে অন্তত চার জন। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে গোলা বারুদও ব্যবহার করা হচ্ছে।

এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বন্দি ও অতিরিক্তি শক্তিপ্রয়োগ বন্ধের আহ্বান জানান। সেই সাথে বিক্ষোভের সংবাদ যেই সংবাদ কর্মীরা সংগ্রহ করতে যাচ্ছেন তাদের ওপরও যেন গোষ্ঠীটি সহিংস না হয় সেই আহ্বানও জানান তিনি।

বিক্ষোভ দমনে তালাবান গোষ্ঠীর সহিংসতায় জাতিসংঘের নিন্দা

বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে তালেবানে সহিংসতার মুখে পড়ে সাংবাদিকরা। ছবি: বিবিসি

আফগানিস্তানে তালেবান গোষ্ঠী আগস্ট মাসে মাত্র দুই সপ্তাহের মধ্যে কাবুলসহ গোটা দেশ নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

এরআগে ২০০১ সালে, ৯/১১ হামালার জেরে ২০০১ সালে সামারিক অভিযান চালিয়ে তালেবান গোষ্ঠীকে ক্ষমতা থেকে হটিয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্র।

Advertisement
Share.

Leave A Reply