fbpx

বিজয়ের সেঞ্চুরিতে আবাহনীর ৩৭২

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকা প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৩৭২ রানের বিশাল পুঁজি পেয়েছে আবাহনী। আবাহনীর হয়ে  সর্বোচ্চ ১২৩ রান করেছেন ওপেনার এনামুল হক বিজয়।

টস হেরে ব্যাট নেমে করতে শুরুটা বেশ দারুণ করে আবাহনী। দুই ওপেনার নাঈম শেখ এবং এনামুল হক বিজয় দ্রুত গতিতে রান তুলতে থাকেন। দলীয় ১৫৭ রানে সাব্বির হোসেনের বলে আউট হন নাঈম (৮৫)। এরপর আরেক ব্যাটার মাহমুদুল হাসান জয় ৪ রানে আউট হলেও বিজয় ধরেন দলের হাল, তার সঙ্গে ছিলেন আরেক ব্যাটার আফিফ হোসেন। প্রথম ম্যাচেই এবারের ডিপিএলে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন বিজয়। দলীয় ২৬৮ রানে মোহোর শেখের বলে ব্যক্তিগত ১২৩ রান করে আউট হন বিজয়।

তবে এরপর আরও দ্রুত গতিতে রান তুলতে থাকেন আফিফ এবং মোসাদ্দেক হোসেন সৈকত। ৪৭ বলে ৬৫ রানের ইনিংস খেলে মানিক খানের বলে আউট হন আফিফ। অধিনায়ক সৈকত খেলেন ২৭ বলে ৪৬ রানের মারকুটে ইনিংস। শেষের দিকে জাকের আলীর ১১ বলে ২৬ রানের উপর ভিত্তি করে ৩৭২ রানের পাহাড়সম টোটাল পায় আবাহনী।

ব্রাদার্সের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন পেসার সাব্বির হোসেন।

Advertisement
Share.

Leave A Reply