fbpx

বিজিএমইএর সভাপতির দায়িত্ব নিলেন ফারুক হাসান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন-বিজিএমইএর সভাপতির দায়িত্ব নিলেন ফারুক হাসান। মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে বিজিএমইএর ১৯ তম সভাপতির হাতে দায়িত্ব তুলে দেন বিদায়ী পর্ষদের প্রথম সহসভাপতি মোহাম্মদ আবদুস সালাম।

রাজধানীর গুলশানে বিজিএমইএর পিআর অ্যান্ড মিডিয়া সেল কার্যালয়ে বর্তমান কমিটি নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে। বিদায়ী সভাপতি রুবানা হক দেশের বাইরে থাকায় এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন নি। এসময় ভার্চুয়ালিযুক্ত ছিলেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফরহাত আনোয়ার।

অনুষ্ঠানে নতুন সভাপতির পদে দায়িত্ব নেন ফারুক হাসান। এছাড়া সহসভাপতি পদে সৈয়দ নজরুল ইসলাম, জ্যেষ্ঠ সহসভাপতি পদে এস এম মান্নান, সহসভাপতি (প্রশাসন) পদে মো. শহীদউল্লাহ আজিম, সহসভাপতি (অর্থ) পদে খন্দকার রফিকুল ইসলাম, সহসভাপতি পদে মিরান আলী, মো. নাছির উদ্দিন এবং রকিবুল আলম চৌধুরী দায়িত্ব নেন।

ফারুক হাসান ও তার বোর্ড ২০২১-২০২৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এর আগের রবিবার নির্বাচিত ৩৫ পরিচালকের মধ্য থেকে সভাপতি ও সাত জন সহ-সভাপতি পদে নির্বাচনের জন্য আট জন মনোনয়নপত্র জমা দেন। ১২ এপ্রিল তারা নির্বাচিত হন।

Advertisement
Share.

Leave A Reply