fbpx

বিজয় দিবসে স্মারক ডাকটিকিট ও পর্যটন লোগো অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আজ ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর সাথে, বাংলাদেশ পর্যটনের ব্র্যান্ড নেম ‘মুজিবের বাংলাদেশ’ লোগো অবমুক্ত করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে আজ বৃহস্পতিবার পর্যটন লোগো ও ডাকটিকিট অবমুক্ত করেন।

এ সময় সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান, বেসামরিক বিমান ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পোস্ট অফিসের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন ও বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ।

Advertisement
Share.

Leave A Reply