fbpx

বিদ্যুৎ সাশ্রয়ে জবিতে অনলাইনে ক্লাস শুরুর পরিকল্পনা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিদুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন সপ্তাহে একদিন অনলাইন ক্লাস নেওয়ার বিষয়ে আলোচনা করছে। এ বিষয়ে পরবর্তী অ্যাকাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে জবি প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘এখন যেহেতু জ্বালানি, বিদ্যুৎ সাশ্রয় করতে বলা হয়েছে, এমন সিদ্ধান্ত আসতে পারে। সামনের কাউন্সিলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা চিন্তাভাবনা করছি সপ্তাহে যদি এক দিনও অনলাইনে ক্লাস হয়, তাহলে গাড়ি বন্ধ থাকবে, তখন জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় হবে। এক দিন বিশ্ববিদ্যালয়ের যানবাহন বন্ধ থাকলে ২০ থেকে ২৫ শতাংশ জ্বালানি সাশ্রয় হতে পারে।’

উপাচার্য জানান, বর্তমান পরিস্থিতিতে ক্লাস-পরীক্ষা না থাকলে অযথা যেন লাইট, ফ্যান চালিয়ে না রাখা হয়; এসির দরকার না হলে ব্যবহার না করাসহ বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

তিনি বলেন, ‘আমি নিজে সবাইকে বলে দিয়েছি, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অফিস, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ, প্রতিটি প্রশাসনিক দপ্তর, সব জায়গায় প্রয়োজনীয় কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেন লাইট-ফ্যান সব বন্ধ করে দেয়া হয়।’

Advertisement
Share.

Leave A Reply