fbpx

বিদেশিদের নাগরিকত্ব দিতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রথমবারের মতো বিদেশিদের নাগরিকত্ব দেয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শনিবার দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম এই ঘোষণা দেন। তবে যাদের নাগরিকত্ব দেয়া হবে তারা দেশটির সরকারি কল্যাণ সুবিধা পাবেন কিনা সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

দেশটির ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম জানান, ‘সংশোধিত নাগরিকত্ব আইনে নতুন পাসপোর্ট পাওয়ার সুযোগ পাবেন বিনিয়োগকারী, বিজ্ঞানী, চিকিৎসক, প্রকৌশলী, ও শিল্পীরা।’ একই সাথে সুবিধাভোগীরা দ্বৈত জাতীয়তা পাবেন বলেও জানান তিনি।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, নিম্ন-আয়ের শ্রমিকদের এই কঠোর মানদণ্ড পূরণের সম্ভাবনা কম।

শেখ মোহাম্মদ জানান, যারা দেশটির উন্নয়নের যাত্রায় অবদান রাখতে পারবে নাগরিকত্ব দেয়ার ক্ষেত্রে তাদেরই বেছে নেয়া হবে।

এক্ষেত্রে নাগরিকত্বের জন্য আবেদন করার নিয়ম নেই। যাদের নাগরিকত্ব দেয়া হবে তাদের মনোনীত করবে সংযুক্ত আরব আমিরাতের রাজ পরিবার বা কর্মকর্তারা।

করোনাভাইরাস মহামারি এবং তেলের দাম পড়ে যাওয়ার মধ্যে দেশটির পক্ষ থেকে এমন ঘোষণা এলো। সম্প্রতি কয়েক হাজার বিদেশিকে দেশটি ছেড়ে চলে যায়।

Advertisement
Share.

Leave A Reply