fbpx

বিদেশে চিকিৎসা, চলে যাচ্ছে দুই বিলিয়ন ডলার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের স্বাস্থ্যখাতের প্রতি অনাস্থা, চিকিৎসায় অনিয়ম এবং কিছুটা উন্নত চিকিৎসার জন্যই প্রতিবছর বাংলাদেশ থেকে দেশের বাইরে যান রোগীরা।

ভারত, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডকেই চিকিৎসা সেবার জন্য এখন আর্দশ মানেন বাংলাদেশিরা।

তবে বাংলাদেশের স্বাস্থ্যসচিব মো. আব্দুল মান্নান মনে করেন এতে করে বাংলাদেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি জানান, বিদেশে গিয়ে চিকিৎসা নিতে বছরে দেশের দুই বিলিয়ন ডলার চলে যাচ্ছে।

৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

বিদেশে চিকিৎসা, চলে যাচ্ছে দুই বিলিয়ন ডলার

স্বাস্থ্য সচিব মো. আব্দুল মান্নান ছবি : সংগৃহীত

তিনি বলেন, ‘রোগীদের চিকিৎসায় বিদেশ যাওয়া বন্ধে আমাদের আন্তরিকতা ও দেশপ্রেম বাড়াতে হবে।’

এ সময় সকল স্বাস্থ্যকর্মীকে দায়িত্ব পালনে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

কেয়ারিং ইন্ডিয়া নামের একটি প্রতিষ্ঠানের তথ্য মতে, ভারতীয় চিকিৎসকদের দাবি প্রতিবছর বিদেশ থেকে ভারতে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের ২২ শতাংশ বাংলাদেশি। আর বাংলাদেশের ব্যবসায়ীরা জানিয়েছেন, বছরে ৬ থেকে ৭ লাখ
রোগী ভারতে চিকিৎসা নিতে যায়।

Advertisement
Share.

Leave A Reply