fbpx

বিদ্যুৎকেন্দ্রকে যত ইচ্ছে তত ঋণ দিতে পারবে বাংলাদেশ ব্যাংক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী ৬ মাসের জন্য বিদ্যুৎকেন্দ্রগুলোকে যে কোনো পরিমাণে ঋণ দিতে পারবে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নির্দেশনা সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগের নির্দেশনা অনুযায়ী, কোনো একক বা গ্রুপকে ব্যাংক তার নিজস্ব মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ঋণ দেওয়ার নীতিমালা ছিল।

প্রজ্ঞাপনে জানানো হয়, ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানির বাজারে অস্থিরতার কারণে বিদ্যুৎকেন্দ্রগুলোর খরচ বেড়েছে। সেই কারণেই এই সুবিধা দেওয়া হল। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, কোনো একক গ্রাহককে (কোম্পানি, ব্যক্তি ও গ্রুপ) ব্যাংকের মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ঋণ দেওয়ার সুযোগ রয়েছে।

তাতে বলা হয়েছে, “বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় অর্থ সরবরাহ নির্বিঘ্ন রাখার লক্ষ্যে উক্ত খাতে জ্বালানি তেলসহ অন্যান্য কাঁচামাল আমদানির জন্য এ সুযোগটি দেওয়া হলো। এজন্য ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৬খ(১) ধারার শর্তাংশে বর্ণিত নিষেধাজ্ঞা আগামী ৬ মাসের জন্য কার্যকর হইবে না।’

এখন থেকে ‘কেস-টু-কেস’ অর্থাৎ প্রতি আবেদন বিবেচনা করে ঋণসীমা নির্ধারণ করে দেওয়া হবে বলেও সার্কুলারে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Advertisement
Share.

Leave A Reply