fbpx

বিধিনিষেধ না মেনে ঈদের নামাজ আদায় করায় ৪৮ বাংলাদেশি আটক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিধিনিষেধ অমান্য করে নির্ধারিত স্থানের বাইরে ঈদের নামাজ আদায় করায় ৪৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ।

দেশটির পেনাং রাজ্যের জুরুতে তামান পেলাঙ্গি এলাকায় দুইশ’র বেশি মানুষের নামাজ আদায়ের একটি ভিডিও ভাইরাল হয়। এরপর থেকেই দেশজুড়ে ব্যাপক সমালোচনার মুখে এ আটক অভিযান শুরু হয়।

স্বাস্থ্যবিধি ভঙ্গের এ ঘটনায় ক্ষমা চান দেশটির পেনাং পুলিশ প্রধান। এ ঘটনায় দোষীদের কোনো ছাড় নেই উল্লেখ করে প্রয়োজনে আইন-ভঙ্গকারী অভিবাসীদের দেশে পাঠানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদ্দিন।

মঙ্গলবার (২০ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় মসজিদে নামাজ আদায় করতে গেলে কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে একশ মানুষকে নামাজ আদায়ের জন্য প্রবেশের অনুমতি দেয়। এসময় মসজিদে প্রবেশ করতে পারেননি এমন দুই শতাধিক মানুষ মসজিদের বাইরে ঈদের নামাজ আদায় করে, যাদের বেশিরভাগই বাংলাদেশি।

পেনাং পুলিশের চিফ কমান্ডার মোহাম্মদ শুহাইলি মোহাম্মদ জেইন জানান, হাজতে পাঠানো ব্যক্তিদের মধ্যে ৪৮ জন বাংলাদেশ থেকে আসা এবং একজন স্থানীয়।

Advertisement
Share.

Leave A Reply