fbpx

বিধি-নিষেধ না মানায় আটক, মামলা ও জরিমানা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় চলছে সাতদিনের বিধি-নিষেধ। আজ প্রথম দিনে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বিধি-নিষেধ না মানায় ৫ শতাধিক মানুষকে আটক করা হয়েছে।

এর মধ্যে তেজগাঁওয়ে ১৬৭, মিরপুরে শতাধিক, উত্তরায় ৪১, সাজা, রমনা ৭, লালবাগ ৩৭, ওয়ারী ২০, সাজা ১৪ জন।

যারা বাইরে বের হচ্ছেন তাদের সচেতন করতে সকাল থেকে বিভিন্ন এলাকায় সক্রিয় আছে পুলিশ। মোবাইল কোর্টের কার্যক্রমও চলছে। যারা যথাযথ কারণ দেখাতে পারছে না তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে প্রথম দিনে সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত জরিমানার তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

এতে দেখা যায়, এ ৬ ঘণ্টায় জরিমানা করা হয়েছে ৩ লাখ ৩৭ হাজার ৪০৭ টাকা। এর মধ্যে ২২২ টি পরিবহনকে ২ লাখ ৯৭ হাজার ১০০ টাকা। ৬৫ জন ব্যক্তিকে ৬ হাজার ২০৭ টাকা। ১০ টি দোকানকে ৩৪ হাজার ১০০ টাকা।

এছাড়াও দেশের অন্যান্য জেলা ও বিভাগীয় শহরগুলোতেও আটক ও মামলা দেওয়া হচ্ছে বলে খবর পাওয়া যায়।

Advertisement
Share.

Leave A Reply