fbpx

বিবিএস গ্রুপের ছয় শতাধিক কর্মী নিয়ে কক্সবাজারে ৪দিনের বর্ণাঢ্য আয়োজন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের অন্যতম প্রধান শিল্পগ্রুপ বিবিএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সমূহের সকল কর্মিদের নিয়ে বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হলো পর্যটন নগরী কক্সবাজারে।

১৯ অক্টোবর রাত ১০ টায় রাজধানীর আরামবাগ থেকে ৬১৩ জন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্য ছেড়ে যায় ২১ টি এসি বাস।

রাতের খাবারের জন্য বিরতি দেয়া হয় কুমিল্লার হোটেল মিয়ামিতে। খাবার শেষ করে আবারও যাত্রা কক্সবাজার অভিমুখে। ভোর ৫ টার দিকে চকরিয়ায় সকালের নাস্তার জন্য বিরতি দেয়া হয়।

বিবিএস গ্রুপের ছয় শতাধিক কর্মী নিয়ে কক্সবাজারে ৪দিনের বর্ণাঢ্য আয়োজন

ছবি: বিবিএস-বাংলা

সকাল সাড়ে ৬টার দিকে গন্তব্যে পৌঁছানো। সোনালী সূর্যের আলো ঝলমলে সৈকতের শহর কক্সবাজারে পৌছে রোমাঞ্চিত টিম বিবিএস। তিনদিনের ট্যুরে গ্রুপের ঠিকানা সুগন্ধা বিচের কোল ঘেষে নির্মিত পাঁচ তারকা হোটেল… দ্য কক্স টুডে।

দুপুরের খাবার ও বিশ্রামের পর অনেকেই ছুটে যান সমুদ্র সৈকতে। সেখানে সাগরের সুনীল জলরাশি, ছন্দের তালে তালে ছুটে আসা ঢেউয়ের পরে ঢেউ, নীল আকাশের অনিন্দ্য সুন্দর আর অস্তগামী সূর্যের মায়াবী আলোয় মুগ্ধতার আবেশ।

বিবিএস গ্রুপের ছয় শতাধিক কর্মী নিয়ে কক্সবাজারে ৪দিনের বর্ণাঢ্য আয়োজন

ছবি: বিবিএস বাংলা

অ্যানুয়াল মিট ২০২২ এর আনুষ্ঠানকিতা শুরু হয় হোটেল অডিটরিয়ামে সন্ধ্যা ৭টায়। স্বাগত বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান বিবিএস গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার। সামনের দিনগুলোর জন্য কর্মীদেরকে দিকনির্দেশনাও দেন তিনি।

বিবিএস গ্রুপের ছয় শতাধিক কর্মী নিয়ে কক্সবাজারে ৪দিনের বর্ণাঢ্য আয়োজন

ছবি: বিবিএস-বাংলা

তিনি বলেন, কর্মীরা আমাদের সহকর্মী তাদের সকল সুযোগ সুবিধা দেখার দায়িত্ব প্রতিষ্ঠানের। তাদের সময়মত বেতন, বোনাস ও সব ধরনের সুবিধা দিয়ে থাকে বিবিএস গ্রুপ। এসময় চেয়ারম্যান আরও বলেন সবার শ্রম ও সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে বিবিএস গ্রুপ।

বিবিএস গ্রুপের ছয় শতাধিক কর্মী নিয়ে কক্সবাজারে ৪দিনের বর্ণাঢ্য আয়োজন

ছবি: বিবিএস-বাংলা

এরপর একে একে বক্তব্য রাখেন গ্রুপের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। বক্তব্যের পালা শেষে দেওয়া হয় রাতের খাবারের বিরতি। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মঞ্চ মাতান বিবিএস গ্রুপের কর্মীসহ দেশসেরা শিল্পীরা। যাদের মধ্যে ছিলেন মিরাক্কেল-খ্যাত আরমান ও সঙ্গীতশিল্পী এ্যানি বড়ুয়া।

পরদিন ২১ অক্টোবর সকালে কক্সবাজার মুক্তিযোদ্ধা মাঠে গ্রুপের কর্মিদের নিয়ে প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফুটবলে বিজয়ী হয় ট্রেডার্স টিম আর ক্রিকেটে জয় পায় গ্রুপ চেয়ারম্যান আবু নোমানের নেতৃত্বাধীন কর্পোরেট টিম। এরই মাঝে অনুষ্ঠিত হয় মেয়েদের অংশগ্রহনে আকর্ষনীয় হাস ধরা প্রতিযোগীতা।

খেলাধুলার আনন্দ শেষে দুপুরে জুমার নামাজ ও লাঞ্চ বিরতি। বিকেল গড়াতেই অনেকে ছুটে যান সমুদ্র সৈকতসহ পর্যটন নগরীর বিভিন্ন স্পটে।

অ্যানুয়াল মিটের সমাপনী পর্ব শুরু হয় এদিন সন্ধ্যা ৭ টায়। কর্মিদের উৎসাহ যোগাতে উপস্থিত ছিলেন গ্রুপ চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টরসহ প্রতিটি ডিপার্টমেন্টের হেড’রা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার সিআইপি। এসময় ডিরেক্টরেরা তাঁদের সকল কর্মিদের কাজের ব্যাপারে নানা দিক নির্দেশনা দেন।

বিবিএস গ্রুপের ছয় শতাধিক কর্মী নিয়ে কক্সবাজারে ৪দিনের বর্ণাঢ্য আয়োজন

ছবি: বিবিএস-বাংলা

বার্ষিক সম্মেলনে কর্মিদের জন্য বিনোদনের পাশাপাশি ছিল র‍্যাফেল ড্র…। যেখানে প্রথম পুরস্কার ছিল ৪২ ইঞ্চি স্মার্ট টিভি। এছাড়াও ২০টি পুরস্কারের মধ্যে আরও ছিল রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজ, ল্যাপটপ, ডিনারসেট, স্মার্ট ফোনসহ আকর্ষনীয় সব পুরষ্কার।

সব মিলিয়ে ৪ দিনের সফরের সকল আয়োজন ও আনন্দ পর্ব শেষে ২২ অক্টোবর শনিবার সকাল ১০টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন বিবিএস গ্রুপের কর্মিরা।

Advertisement
Share.

Leave A Reply