fbpx

বিবিসি,গার্ডিয়ানসহ বিশ্বের কিছু গণমাধ্যমের সার্ভার ডাউন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্বের প্রভাবশালী কিছু গণমাধ্যমের সার্ভার ডাউন দেখা গেছে। এর মধ্যে রয়েছে ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান, ফিনান্সিশয়াল টাইমস, বিবিসি, ইনডিপেন্ডেন্ট এবং মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস।

মঙ্গলবার বিকেল চারটার পর থেকে কোনোভাবেই তাদের ওয়েবসাইটে ঢোকা যাচ্ছিল না। তবে কিছুক্ষণ বন্ধ থাকার পর ওয়েবসাইটগুলো আবার অনলাইনে ফিরে আসা শুরু করছে।

এদিকে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, তাদের সাইটেও সমস্যা দেখা দিয়েছিল। এছাড়া অ্যামাজনের ওয়েবসাইটেও সমস্যা দেখা গিয়েছিল। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিবিসি বলছে, যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটও (গভ ডট ইউকে) বন্ধ দেখাচ্ছে। ওয়েবসাইটগুলোতে ঢুকলে কখনো ‘এরর ৫০৩ সার্ভিস আনঅ্যাভেইলেবল’, কখনো ‘কানেকশন ফেইলিউর’ লেখা দেখাচ্ছে।

ফাস্টলি নামের ক্লাউড কম্পিউটিং সেবাদাতা প্রতিষ্ঠানের কারণে এমনটা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ওয়েবসাইট এই প্রতিষ্ঠান পরিচালনা করে।

ফাস্টলি ব্যাপারটি ঘেঁটে দেখছে বলে বিবিসিকে জানালেও এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি।

Advertisement
Share.

Leave A Reply