fbpx

বিমানবন্দরে পাওয়া গেল ২৫০ পাউন্ডের বোমা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল থেকে আড়াই’শ পাউন্ড ওজনের একটি বোমা উদ্ধার করা হয়েছে । ৯ ডিসেম্বর বুধবার সকালে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে নির্মাণকাজের জন্য মাটি খোড়ার সময় এটি পাওয়া যায় ।  

এ বিষয়ে পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার মো. শহিদুল্লাহ জানান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) তত্ত্বাবধানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের কাজ চলছে। সকাল সাড়ে আটটার দিকে মাটি খোঁড়ার সময় শ্রমিকেরা ২৫০ পাউন্ড ওজনের বিশাল আকৃতির একটি বোমা পান।

বিমানবন্দরে কর্মরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কর্মকর্তা বলেন, ‘উদ্ধার করা বোমাটি ৮-১০ ফুট মাটির নিচে ছিল। এটি অনেক আগের। বোমাটি বিমানবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে’

৯ ডিসেম্বর দুপুরে বিমানবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল বোমাটি ময়মনসিংহের রসুলপুর রেঞ্জে নিয়ে গেছে। সেখানেই বোমাটি তাজা না নিষ্ক্রিয়, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

Advertisement
Share.

Leave A Reply