fbpx

বিমানযাত্রীদের বাধ্যতামূলক কোভিড টেস্ট তুলে নেওয়া হয়েছে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশে আসা কিংবা দেশ থেকে যাওয়ার সময় এখন আর কোভিডের আরটিপিসিআর টেস্ট লাগবেনা বলে সরকারি ঘোষণা দেয়া হয়েছে। এর আগে বাংলাদেশে আন্তর্জাতিক বিমানযাত্রীদের ক্ষেত্রে ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর টেস্টের সনদ দেখানো লাগতো।

তবে এ ঘোষণা শুধু যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের জন্য। অন্যদিকে ভ্যাকসিন না নেওয়া যাত্রীদের অবশ্যই আরটি-পিসিআর পরীক্ষার সনদ দেখাতে হবে।

গতকাল  ৮ মার্চ (মঙ্গলবার) বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। দেশজুড়ে করোনাভাইরাসের ওমিক্রন ধরনের সংক্রমণ কমে আসার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া, স্থলপথে ভারতের সঙ্গে যাতায়াতে বিধিনিষেধ তুলে নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

করোনার প্রকোপ কমে আসার কারণে ধীরে ধীরে অন্যান্য ভ্রমণ নিষেধাজ্ঞাগুলোও তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন  বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।

গত রবিবার এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যাত্রীদের জন্য ভ্রমণ ব্যবস্থা সহজ করে তুলতে আরটি-পিসিআর টেস্টের বাধ্যবাধকতা তুলে নেওয়ার প্রস্তাব করা হয়।

Advertisement
Share.

Leave A Reply