fbpx

বিশ্বকাপে টাইগারদের অর্জন ‘প্রথম রাউন্ডের’ দুই জয়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নিজেদের শেষ ম্যাচেও হেরে টাইগারদের বিশ্বকাপ মিশন শেষ হলো দুই জয়েই। তবুও সেটা ওমান এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে প্রথম রাউন্ডের খেলায়। দ্বিতীয় রাউন্ডে কোনো জয় তো তুলে নিতে পারেইনি টাইগাররা, উল্টো জয়ের আশা জাগিয়েও ভক্ত-সমর্থকদের করেছে হতাশ!

বিশ্বকাপে টাইগারদের অর্জন ‘প্রথম রাউন্ডের’ দুই জয়

সর্বোচ্চ ১৯ রান করেছেন শামিম।

বৃহস্পতিবার নিজেদের শেষ ম্যাচে মাঠে নামার আগে টসে হেরে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেছিলেন, দেশের মানুষের জন্য খেলতে চান শেষ ম্যাচটা, ফিরতে চান জয় নিয়েই। কিন্তু হয়নি সেটা। মুখ থুবড়ে পড়েছে টাইগার ব্যাটিং লাইনআপ। দুই অঙ্কের রান পেরোতে পেরেছে মাত্র তিনজন; সর্বোচ্চ ১৯ রান এসেছে শামিম হোসেনের ব্যাট থেকে। বাংলাদেশ খেলতে পারেনি পুরো বিশ ওভারও ; ১৫ ওভারে অলআউট হওয়ার আগে রিয়াদ বাহিনীর সংগ্রহ মোটেই ৭৩! ১৯ রানে ৫ উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা।

বিশ্বকাপে টাইগারদের অর্জন ‘প্রথম রাউন্ডের’ দুই জয়

৫ উইকেট নিয়ে ম্যাচসেরা জাম্পা।

৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে পাওয়ারপ্লেতেই অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬৭ রান। ২০ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরেছেন অ্যারন ফিঞ্চ, অজি অধিনায়কের উইকেটটি তুলে নিয়েছেন তাসকিন আহমেদ। পাওয়ারপ্লের শেষ বলে শরিফুলের বলে বোল্ড হয়ে ড্রেসিং রুমে ফিরেছেন ১৮ রান করা আরেক ওপেনার ডেভাড ওয়ার্নার।

আর কোনো উইকেটের পতন হয়নি অজিদের; টাইগারদের বিপক্ষে তুলে নিয়েছেন আট উইকেটের জয়। ৮২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে ফিঞ্চের দল। ছক্কা হাঁকিয়ে জয় এনে দিয়েছেন মিচেল মার্শ।

Advertisement
Share.

Leave A Reply