fbpx

বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণ ও রুপার দাম!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

টানা চার সপ্তাহ দরপতনের পর গত সপ্তাহে বিশ্ববাজারে আবারও কিছুটা বেড়েছে স্বর্ণের দাম। পাশাপাশি বেড়েছে রুপার দামও। তবে, দামি ধাতু প্লাটিনামের দাম কমেছে কিছুটা।

গত এক সপ্তাহে স্বর্ণের দাম বেড়েছে শূন্য দশমিক ৮৬ শতাংশ অর্থাৎ ১৫ দশমিক ২৬ ডলার। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক হাজার ৭৯৭ দশমিক ৮৪ ডলার।

এদিকে, রুপার দাম শূন্য দশমিক ৮৭ শতাংশ বেড়ে প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ২২ দশমিক ৩৬ ডলারে।

তবে, এ সময় প্লাটিনামের দাম কমেছে ১ দশমিক ১৫ শতাংশ। এতে প্রতি আউন্স প্লাটিনামের দাম দাঁড়িয়েছে ৯৩১ দশমিক ৩২ ডলার।

এর আগে, বিশ্ববাজারে টানা চার সপ্তাহ স্বর্ণের দরপতন হয়ে এক মাসের মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে যায় প্রায় ৭৯ ডলার বা ৪ দশমিক ২৪ শতাংশ।

এর প্রভাবে গত ১৫ ডিসেম্বর থেকে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারেও স্বর্ণের দাম কমিয়ে দেয়। এতে বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হয়েছে ৭৩ হাজার ১৩ টাকা।

আর ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৬৯ হাজার ৯৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৬১ হাজার ২৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫০ হাজার ৯১৪ টাকায় বিক্রি হচ্ছে।

তবে, দেশে স্বর্ণের দাম কমানো হলেও রুপার আগের দামই রাখা হয়। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply