fbpx

বিশ্বের করোনা পরিস্থিতি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্বে করোনায় প্রাণ কেড়েছে ২৪ লাখ ১১ হাজারেরও বেশি মানুষের। ভাইরাসটি হানা দিয়েছে ১০ কোটি ৯৩ লাখেরও বেশি মানুষের শরীরে। তবে শনাক্ত রোগীদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮ কোটিরও বেশি মানুষ। করোনা সংক্রমণ সম্পর্কিত পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সোমবার এই তথ্য দিয়েছে।

সংক্রমণ ও মৃত্যুর তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৬৪ হাজারেও বেশি রোগী। সব মিলে দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৮২ লাখেরও বেশি।মৃতের সংখ্যা পাঁচ লাখ ছোঁয়ার পথে।

ব্রাজিলে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে এসেছে। তবে দেশটিতে যুক্তরাষ্ট্রের ছড়িয়ে পড়া ভাইরাসের নতুন ধরনটিতে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় আতঙ্ক বাড়ছে।

যুক্তরাজ্যে রোববার এক দিনেই শনাক্ত হয়েছে প্রায় ১১ হাজারো রোগী। মারা গেছে প্রায় সাড়ে ছয়শ জন।

ভাইরাসটি নিয়ন্ত্রণে চলে এসেছিল অস্ট্রেলিয়ায়। তবে ভিক্টোরিয়াতে নতুন করে আরও দুজন রোগী শনাক্ত হয়েছে।

এদিকে, নিউজিল্যান্ড করোনা মুক্ত হওয়ার পর, আবারও তিন জন রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণ রোধে অকল্যান্ডে তিনদিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

তবে সংক্রমণ সন্তোষজনক ভাবে কমে এসেছে করোনার দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ ভারতে। দেশটিতে রোববার শনাক্ত হয়েছে পাঁচশরও কম রোগী। এ পর্যন্ত দেশেটিতে ভাইরাসটি হানা দিয়েছে ১ কোটি ৯১ হাজার মানুষের শরীরে। মারা গেছে ১ লাখ ৫৫ হাজারেরও বেশি জন।

 

 

 

Advertisement
Share.

Leave A Reply