fbpx

বিশ্বের যে কয়টি দেশে শনাক্ত হয়েছে ‘ওমিক্রন’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এখন পর্যন্ত বিশ্বের ১৩ টি দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের উপস্থিতি পাওয়া গেছে। যাদের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে, এদের বেশির ভাগই সম্প্রতি দক্ষিণ আফ্রিকা বা অন্য দেশে ভ্রমণ করেছিলেন। তবে এই ভাইরাসের প্রভাব ও ভয়াবহতা নিয়ে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। এই ভেরিয়েন্টের ওপর টিকা কতটা কার্যকর, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাই অনেক দেশ দক্ষিণ আফ্রিকা ও আশপাশের দেশগুলোর ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে।

এখন পর্যন্ত যে কয়টি দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে, তা হলো-

দক্ষিণ আফ্রিকা: সর্বপ্রথম দক্ষিণ আফ্রিকায় এই ভাইরাস ধরা পড়ে। রাজধানী জোহানেসবার্গ নিয়ে গঠিত দেশটির একটি প্রদেশে পিসিআর পরীক্ষায় পাওয়া নমুনায় দেখা গেছে যে, চলতি সপ্তাহের মাঝামাঝি দক্ষিণ আফ্রিকায় মোট করোনা শনাক্ত ১ হাজার ১০০ রোগীর মধ্যে ৯০ শতাংশ ওমিক্রন ধরনে আক্রান্ত।

বতসোয়ানা: দক্ষিণ আফ্রিকার সীমান্তবর্তী দেশ বতসোয়ানায় কমপক্ষে ১৯ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।

যুক্তরাজ্য: এখন পর্যন্ত যুক্তরাজ্যে তিন জন ওমিক্রন ধরনে আক্রান্ত হয়েছে। এদের সবাই দক্ষিণ আফ্রিকা থেকে ভ্রমণ করে এসেছে।

জার্মানি: দক্ষিণ আফ্রিকা থেকে মিউনিখ বিমানবন্দরে যাওয়ার পথে দু’জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।

নেদারল্যান্ডস: দক্ষিণ আফ্রিকা থেকে নেদারল্যান্ডসে যাওয়া ৬১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৩ জন ওমিক্রন ধরনে আক্রান্ত।

ডেনমার্ক: দক্ষিণ আফ্রিকা থেকে যাওয়া দুজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে।

বেলজিয়াম: ইউরোপের প্রথম দেশ হিসেবে বেলজিয়ামে ওমিক্রন ধরন শনাক্ত হয়। এখন পর্যন্ত একজনের ওমিক্রনে আক্রান্ত হওয়ার কথা জানা গেছে।

ইসরায়েল: ২৭ নভেম্বর ইসরায়েলে একজন নতুন এই ধরনে আক্রান্ত হন। আরও একজন ওমিক্রনে আক্রান্ত বলে ধারণা করছে দেশটির কর্তৃপক্ষ।

ইতালি: ইতালিতে একজনের ওমিক্রন শনাক্ত হয়েছে।

চেক প্রজাতন্ত্র: দেশটিতে একজনের ওমিক্রনে আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত হওয়া গেছে।

হংকং: হোটেলে কোয়ারেন্টিনে থাকা দুজনের ওমিক্রন শনাক্ত হয়েছে।

অস্ট্রেলিয়া: উ সাউথ ওয়েলস রাজ্যে ওমিক্রনে আক্রান্ত দুজন শনাক্ত হয়েছেন। সম্প্রতি এরা দু’জনই দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন।

কানাডা: সম্প্রতি নাইজেরিয়া সফর করা দুই ব্যক্তির দেহে ওমিক্রন ধরনের সংক্রমণ শনাক্ত হয়েছে।

তথ্যসূত্র: লাইভ মিন্ট

Advertisement
Share.

Leave A Reply