fbpx

বিশ্বের সবচেয়ে বড় উদ্ভিদের সন্ধান, বেড়ে উঠছে হাজার বছর ধরে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্বের সবচেয়ে বড় উদ্ভিদের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। অস্ট্রেলিয়ার সমুদ্র উপকূলে এর সন্ধান পাওয়া গেছে। এটি সামদ্রিক ঘাস, যা নিউইয়র্কের ম্যানহাটন এলাকার চাইতেও তিনগুন বড়। এখন পর্যন্ত পাওয়া বিশ্বের সবচেয়ে বড় উদ্ভিদ এটি। সংবাদ মাধ্যম বিবিসি দিয়েছে এই তথ্য।

বিজ্ঞানীরা গাছটির জিনগত পরীক্ষা করেছেন। তারা নিশ্চিত হয়েছেন অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে বিস্তীর্ণ ঘাসের মত দেখতে এটি আসলে একটিই গাছ। ধারণা করা হচ্ছে একটি মাত্র বীজ থেকে সাড়ে চার হাজার বছর ধরে গাছটি বেড়ে উঠছে।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, এই ‘সি গ্রাস’ ২০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তীর্ণ। এই উদ্ভিদের আকার ২০ হাজার ফুটবল মাঠের সমান। অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে আটশ কিলোমিটার উত্তরে শার্ক বে’তে এই উদ্ভিদের সন্ধান পান বিজ্ঞানীরা। স্থানীয় ভাবে এটি ‘রিবন উইড’ নামেও পরিচিত।

Advertisement
Share.

Leave A Reply