fbpx

বিশ্বে করোনায় আবার মৃত্যু বাড়ল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রাণঘাতী করোনাভাইরাসের টিকার প্রয়োগ শুরু হবার পর থেকে সারাবিশ্বে কমতে শুরু করেছিল মৃত্যু ও শনাক্তের সংখ্যা। কিন্তু টিকা কার্যক্রমের মধ্যেও করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও বিপর্যস্ত। সারাবিশ্বে জোরদার টিকা কার্যক্রম শুরু হলেও সংক্রমণ ও মৃত্যু থামছেই না। বর্তমানে বিশ্বে আবার বাড়তে শুরু করেছে করোনায় মৃত্যু। এখন পর্যন্ত বিশ্বে করোনায় প্রাণ হারিয়েছেন সাড়ে ৪৯ লাখের বেশি মানুষ।

বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের হিসেব অনুযায়ী, ২৩ অক্টোবর (শনিবার) সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ৩৭ লাখ ২৯ হাজার জনের। মৃত্যু হয়েছে ৪৯ লাখ ৫৩ হাজার ৩২৭ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ২২ কোটি ৮ লাখের বেশি মানুষ।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে নতুন করে মৃত্যু হয়েছে ৭ হাজার ৭৩২ জনের। আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫৭ হাজারের বেশি মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৬২ লাখ ৬২ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৭ লাখ ৫৫ হাজার ৬৪৭ জনের।

এদিকে ভাইরাসটিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪১ লাখ ৫৮ হাজারের বেশি মানুষের। এই মরণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৫৩ হাজার ৭৪২ জনের।

এই তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ১৭ লাখ ১১ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৬ লাখ ৫ হাজার ২১১ জনের।

ওয়ার্ল্ডোমিটার তালিকার ২৯ নম্বরে থাকা বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ১৩৯ জনের এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮০৫ জনের। এখন করোনা রোগী রয়েছেন ৮ হাজার ৬৮৭ জন। এদের মধ্যে ১৫৩৫ জনের অবস্থা গুরুতর।

বিশ্বের বিভিন্ন দেশে চলছে টিকাদান। বেশিরভাগ দেশ এরই মধ্যে তাদের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার বেশিরভাগকে টিকা দিয়ে ফেলেছে। বেশিরভাগ দেশ স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে। তুলে নেয়া হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা।

তবে রাশিয়ায় করোনার ভয়াবহতা বাড়ায় রাজধানী মস্কোতে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply