fbpx

বৈশ্বিক করোনা আপডেট : এ পর্যন্ত গেছে ১৮ লাখ ৬০ হাজারের বেশি প্রাণ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্বে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এখন পর্যন্ত করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৮ কোটি ৬১ লাখ ছাড়িয়েছে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ লাখ ৬০ হাজারের বেশি মানুষ।

করোনা সংক্রমণ সম্পর্কিত পরিসংখ্যানের ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী মঙ্গলবার (৫ জানুয়ারি) বিশ্বে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৬১ লাখ ২ হাজার ৭১ জন। আর এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ১৮ লাখ ৬০ হাজার ৪২৭ জন এবং সুস্থ হয়েছেন ৬ কোটি ১০ লাখ ৫৪ হাজার ৩৭৯ জন।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ৯ জানুয়ারি দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয়। কিন্ত এর ঘোষণা আসে ১১ জানুয়ারি।

চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে মরণঘাতি ভাইরাস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২০ সালের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করে।

Advertisement
Share.

Leave A Reply