fbpx

বিশ্বে করোনা সংক্রমণ কমছে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্বে করোনা শনাক্তের সংখ্যা ১১ কোটি ৪৬ লাখ ছাড়িয়েছে। মারা গেছেন ২৫ লাখ ৪৩ হাজারেরও বেশি মানুষ। শনাক্তদের মধ্যে ৯ কোটি ২৫ লাখ মানুষই  সুস্থ হয়ে উঠেছেন। করোনা সংক্রমণ সম্পর্কিত পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এই তথ্য নেয়া হয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে সংক্রমণ খানিকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় এখানে ভাইরাসটি ধরা পড়েছে ৪৯ হাজার মানুষের শরীরে। মারা গেছে প্রায় ১ হাজার ৩শ জন।

এই অঞ্চলেরই আরেক ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিলে, সংক্রমণ কমলেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। এক দিনে শনাক্ত হয়েছে আরও ৩৫ হাজার রোগী। মারা গেছে ৭৫৫ জন।

যুক্তরাজ্যে আগের দিনের তুলনায় রোববার সংক্রমণ কিছুটা কমেছে। এক দিনে শনাক্ত হয়েছে ৬ হাজার ৩৫ জন। কমেছে মৃত্যুর হারও।

করোনায় দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ ভারতে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তবে সম্প্রতি কেরালা ও মহারাষ্ট্রের কিছু এলাকায় সংক্রমণ বাড়তে থাকায়, ভাইরাসটির দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দেশটিতে এ পর্যন্ত ভাইরাসটি হানা দিয়েছে ১ কোটি ২২ লাখ মানুষের শরীরে। প্রাণ হারিয়েছে ১ লাখ ৫৭ হাজারেরও বেশি মানুষ।

Advertisement
Share.

Leave A Reply