fbpx

বিসিএলের তৃতীয় রাউন্ডে খেলবেন না তামিম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ১০ম আসর। তবে, প্রথম দুই রাউন্ডে ইসলামী ব্যাঙ্ক পূর্বাঞ্চলের হয়ে খেললেও তামিম ইকবালকে পাওয়া যাবে না তৃতীয় রাউন্ডে।

শুরুতে ২৬শে নভেম্বর থেকে বিসিএল শুরু হওয়ার কথা থাকলেও ভারত সিরিজের প্রস্তুতি হিসেবে তারিখ এগিয়ে আনা হয়েছে। ফলে, ২৭ নভেম্বর ফাইনালের আগে পরবর্তী দুটি রাউন্ড ২২ এবং ২৪ নভেম্বর নির্ধারিত রয়েছে।

‘দ্য ডেইলি স্টার’-এর প্রকাশিত সংবাদ অনুযায়ী, ২৪ নভেম্বর ব্রাজিল এবং সার্বিয়ার মধ্যে ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখতে যাওয়ার কারণে তামিম পূর্বাঞ্চলের হয়ে তৃতীয় রাউন্ডের ম্যাচটি মিস করবেন বলেই নিশ্চিত করেছেন দলটির এক কর্মকর্তা।

৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি নিতে জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড় বিসিএল ওয়ানডে ভার্সন খেলবেন। অবশ্য, দুবাইয়ে টি-টেন লিগ যোগ দেয়ার কারণে বিসিএলে পাওয়া যাবে না সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান এবং নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরীকে।

Advertisement
Share.

Leave A Reply