fbpx

বিয়ে করছেন রেলমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুঞ্জণ উঠেছে, বিয়ে করছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। এ বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে তিনি আশ্বাস দেন, সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে তিনিই সবাইকে জানাবেন।

এর আগের মেয়াদে রেলমন্ত্রী থাকা অবস্থায় ৫৬ বছর বয়সী মুজিবুল হকের বিয়ে নিয়েও দেশব্যাপী ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছিলো।

মুজিবুল হকের সেটি প্রথম বিয়ে হলেও বর্তমান রেলমন্ত্রীর এটি দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রী মারা যাওয়ার প্রায় আড়াই বছর পর আবারও বিয়ে করতে যাচ্ছেন ৬৫ বছর বয়সী নূরুল ইসলাম।

নূরুল ইসলামের প্রথম স্ত্রী নিলুফার জাহান ২০১৮ সালের ডিসেম্বরে মারা যান। এক ছেলে ও দুই মেয়ে নূরুল ইসলামের। তাদের সবার বিয়ে হয়েছে।

নূরুল ইসলাম পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসন থেকে নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর রেলমন্ত্রী হিসেবে সরকারের মন্ত্রিসভায় যুক্ত হন।

রেলমন্ত্রীর পাত্রীর বিষয়ে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে একটি তথ্য। সেইমতে হাইকোর্টের কোন একজন আইনজীবীই হচ্ছেন বর্তমান রেলমন্ত্রীর দ্বিতীয় স্ত্রী।

Advertisement
Share.

Leave A Reply