fbpx

বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের (মানবিক বিভাগ) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে গঠিত কোর কমিটির আহ্বায়ক এবং শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা তাদের আবেদনের আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল দেখতে পারবেন বলেও জানান তিনি।

ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের শর্ত পূরণসাপেক্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করবে।

২৪ অক্টোবর অনুষ্ঠিত মানবিক বিভাগের ভর্তি পরীক্ষায় ৬৭ হাজার ১১৭ জন আবেদনকারীর মধ্যে ৯৪ দশমিক ৩৬ শতাংশ শিক্ষার্থী অংশ নেয়। খ ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর এসেছে ৯৩.৭৫। সর্বোচ্চ নম্বর জানালেও মেধা তালিকা প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Advertisement
Share.

Leave A Reply