fbpx

বৃষ্টি হতে পারে আরও তিনদিন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আজ ১৮ জুন দেশের আট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।‌

আজ ১৮ জুন (শনিবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তীত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টায় এই আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তার মানে আগামী তিনদিন একই আবহাওয়া বিরাজ করতে পারে।

আজ ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।

আর গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে সন্ধীপে ২৩৯ মিলিমিটার।

আবহাওয়া চিত্র অনুসারে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিন্ম তাপমাত্রা সীতাকুন্ডে ২২ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement
Share.

Leave A Reply