fbpx

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,১০৬ কোটি টাকা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চলতি অর্থবছরের ছয় মাসে বেনাপোল কাস্টমস হাউজে লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ১০৬ কোটি ৪১ লাখ টাকা রাজস্ব ঘাটতি হয়েছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় ৩৪২ কোটি টাকা রাজস্ব বেশি আদায় হয়েছে।

বেনাপোল কাস্টমসের পরিসংখ্যান শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা শামীম হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে বর্তমানে স্থলপথের পাশাপাশি রেলপথেও আমদানি বেড়েছে। ফলে গত বছরের তুলনায় এই অর্থবছরে রাজস্ব ঘাটতি কমার আশঙ্কা রয়েছে।

বেনাপোল কাস্টমস সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৯৯৬ কোটি ১৪ লাখ টাকা। আর আদায় হয়েছে ১ হাজার ৮৮৯ কোটি ৭৩ লাখ টাকা। তবে ২০১৯-২০ অর্থবছরের একই সময়ে বাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৬৮৭ কোটি ৯৭ লাখ টাকা। সেখানে আদায় হয়েছিল ১ হাজার ৫৪৭ কোটি ৩৮ লাখ টাকা।

চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমসে রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২৪৪ কোটি ৬২ লাখ টাকা। ২০১৯-২০ অর্থবছরে লক্ষ্যমাত্রার নির্ধারণ করা হয়েছিল ৫ হাজার ৫৬৩ কোটি ৫৯ লাখ টাকা। তখন রাজস্ব ঘাটতি হয়েছিল ৩ হাজার ৩৯২ কোটি টাকা।

Advertisement
Share.

Leave A Reply