fbpx

বেনাপোল-পেট্রাপোলে বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বুধবার সকাল থেকে বন্দর বন্ধ আছে। ফলে দুই দেশের বন্দর এলাকায় শত শত ট্রাক আটকা পড়েছে।

আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল কাস্টমস হাউজ, বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন,‘বুধবার ভারতের প্রজাতন্ত্র দিবসের সরকারি ছুটি থাকায় এ পথে কোন আমদানি-রপ্তানি হবে না। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।’

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব অফিসার গোলাম মোস্তফা শিকদার বলেন, ‘পেট্রাপোল বন্দর ব্যবহারকারীরা প্রজাতন্ত্র দিবসের ছুটি থাকায় বুধবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চলবে।’

বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, ‘আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরের অভ্যন্তরে পণ্য লোড ও ভারতীয় ট্রাক থেকে পণ্য আনলোড চলছে।’

Advertisement
Share.

Leave A Reply