fbpx

বেলারুশ সীমান্তে অভিবাসীদের সাথে পোলিশ বাহিনীর সংঘর্ষ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বেলারুশ সীমান্ত পেরিয়ে পোল্যান্ড ঢুকতে যাওয়া অভিবাসী প্রত্যাশিতের সাথে পোলিশ নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে।

সংবাদ মাধ্যম আল-জাজিরা জানিয়েছে, মঙ্গলবার বেলারুশের কুজনিকা সীমান্ত ক্রসিং এলাকা দিয়ে অভিবাসী প্রত্যাশিরা পোল্যান্ড ঢোকার চেষ্টা করে। এ সময় পোল্যান্ডের নিরাপত্তারক্ষীদের বাধার মুখে পাথর ছোড়ে অভিবাসীরা। একপর্যায়ে তাদের লক্ষ্য করে জলকামান ও টিয়ার গ্যাস ছোড়ে পোলিশ বাহিনী। পোল্যান্ডের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ‘ অভিবাসীরা আমাদের সেনাদের লক্ষ্য করে পাথার ছোঁড়ে। তারা জোর করে সীমানা পেরিয়ে পোল্যান্ড ঢোকার চেষ্টা করছিল। তাদের আগ্রাসনের মুখে টিয়ার গ্যাস ছুড়তে বাধ্য হয়েছে নিরাপত্তা বাহিনী। ‘

দুই পক্ষের সংঘর্ষে এক পুলিশ সদস্য আহত হয়েছে। তবে অভিবাসীদের কেউ আহত হয়েছে কিনা সে সম্পর্কে কিছু জানা যায়নি।

Advertisement
Share.

Leave A Reply