fbpx

বেড়েছে ৪৩তম বিসিএস আবেদনের সময়সীমা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

৩১ জানুয়ারির পরিবর্তে আগামী ৩১ মার্চ পর্যন্ত দু’মাস সময় বাড়ানো হয়েছে ৪৩তম বিসিএস আবেদনের সময়সীমা।

বুধবার (২৭ জানুয়ারি) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহীরা ৩১ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে এবার ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। ২ ঘণ্টার সময়ের মধ্যে প্রার্থীকে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রিলিমিনারির বিষয়ভিত্তিক সিলেবাস পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

এবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ৪৩তম বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা ৩১মার্চ পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়ে সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) চিঠি দিয়েছিল।

এই চিঠির ভিত্তিতে গত ১৩ ডিসেম্বর ইউজিসি চেয়ারম্যানের সভাপতিত্বে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সাথে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভাতেই বিসিএস পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর বিষয়ে পদক্ষেপ নিতে ইউজিসিকে অনুরোধ জানানো হয় উপাচার্যদের পক্ষ থেকে। ইউজিসিও তাতে একমত হয়েছিল। এরপরই পিএসসিকে চিঠি দেয় ইউজিসি। সেই আবেদনের প্রেক্ষিতেই দু’মাসের এই সময় বাড়ানো হলো।

Advertisement
Share.

Leave A Reply